আসসালামু আলাইকুম, ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর বই এ হাদিস গুলর যেই রেফারেন্স নং থাকে সেগুলো কোন প্রকাশনীর,অথবা কোথা থেকে আনা হয়েছে? যেমনঃ- স্যার এর রাহে বেলায়েত বইয়ে ৫৭৫ পৃষ্ঠার একটা হাদিস –
আয়েশা (রাঃ) বলেন কিছু মানুষ রাসুলুল্লাহ (সঃ) কে গণক – পুরহিতদের বিষয়ে প্রশ্ন করেন । তখন তিনি বলেন, এরা কিছুই নয় । তারা বলেঃ হে আল্লাহর রাসুল তারা তো কখনও কখনও এমন সব কথা বলে যা সত্য বলে প্রমানিত হয় । তখন রাসুলুল্লাহ (সঃ) বলেন – জিন ( ফেরেশতাগনের কথাবার্তা থেকে ) একটি সত্য চুরি করে শ্রবণ করে, এরপর সে মুরগীর মত শব্দ করে তা তাঁর ওলির কানের মধ্যে ঢেলে দেয়। তখন জিনের ওলিগন (যাদুকর ) এর সাথে শত মিথ্যা মিশ্রিত করে। বুখারী ( ৭৯- কিতাবুত তিব, ৪৫- বাবুল কাহানাহ ) ৫/২১৭৩), মুসলিম ( ৩৯- কিতাবুস সালাম, ৩৫- তাহ্রীমিল কাহানাহ) ৪/১৭৫০)
এই ২১৭৩ ও ১৭৫০ ইসলামিক ফাউনডেশন এর ২১৭৩ ও ১৭৫০ অথবা তাওহীদ পাবলিকেশন এর ২১৭৩ ও ১৭৫০ এর কোনোটার সাথে মিল পাচ্ছি না। এবং কোথায় মিল পাব? বিস্তারিত জানালে উপকৃত হবো। আল্লাহ আপনাদের সঠিক উত্তর দেয়ার তৌফিক দান করুক।