আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2064

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 সেপ্টে. 2011

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, ১। কোন কম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে পূর্বের কোম্পানির বেতন কত ছিল যানতে চাই, আমি যদি মিথ্যা বলি আমার ওই কোম্পানির বেতন কি হারাম হবে, কারণ আমার পূর্বের কোম্পানির বেতন কম আর যদি সেটা বলি তারা ওর উপর নির্ভর করে বেতন ঠিক করে। ২। কোন বাবা জীবিত থাকাকালিন যদি তার সন্তান মারা যায় মৃতের বাবার সম্পদের অংশীদার কি মৃতের সন্তান পেতে পারে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। বেতন হারাম হবে না, তবে মিথ্যা বলা হারাম। ২। না, পাবে না। তবে দাদার নাতির জন্য ওসিয়ত করে যাওয়া উচিত যাতে অন্যরা তাকে বঞ্চিত না করে।