আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2035

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 আগস্ট 2011

প্রশ্ন

স্যার, আস্ সালামুআলাইকুম। আমার প্রশ্ন হচ্ছেঃ-
(১) আমরা যে হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত, এই উম্মত সম্পর্কে একটু বিস্তারিত জানালে খুবই খুশি এবং উপকৃত হতাম। উম্মত হওয়ার কি কি শর্ত? আমার মত একজন নগন্য মুসলমান প্রিয় নবীজির উম্মত কি না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রকৃত উম্মত হওয়র জন্য শর্ত হলো কুরআন-সুন্নাহকে যথাযথ অনুসরণ করে ফরজ-ওয়াজিব কাজগুলো আদায় করা, হারাম থেকে বেচেঁ থাকা সকল ভাল কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করা। এসব করলে আমরা রাসূলুল্লাহ সা. এর প্রকৃত উম্মত, অনুসারী হতে পারবো।