আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2034

যাকাত

প্রকাশকাল: 25 আগস্ট 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। (১) আমার চাচা মারা গেছেন । চাচী ছোট একটি ছেলে নিয়ে গ্রামের বিভিন্ন বাড়ীতে ধান সেদ্দ এর কাজ করে কষ্টে দিন যাপন করছেন। উনি কারো কাছে সাহয্য চান না আত্তসম্মানের খাতিরে । আমি যখন যা পারি চাচাতো ভাই এর হাতে দিয়ে আসি, এক্ষেত্রে চাচি আমার ঐ টাকা নিয়ে থাকেন । এখন আমি যদি তাকে আমার যাকাত এর টাকা দিতে চাই উনি যাকাতে টাকা গ্রহণ করতে আপত্তি করতে পারেন । যদিও টাকা তাদের খুব প্রয়োজন । এক্ষেত্রে তাকে না জানিয়ে যাকাতের টাকা কি দেওয়া যাবে । (২) আমার চাচীকে কি সাদাকাতুল ফিতর দেওয়া যাবে ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার চাচীই আপনার যাকাতের টাকার অধিক হকদার। তাকে দিলে সওয়াব বেশী পাবেন। যাকাতের টাকা উল্লেখ করার দরকার নেই। ফিতরাও দেয়া যাবে। আপনি নিজে দিবেন এবং আপনাদের পরিবারের অন্যদেরকেও দেয়ার জন্য বলবেন। আমরা দুআ করি আল্লাহ আপনার চাচীকে যেন নিরাপদে ভাল রাখেন।