আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2013

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 আগস্ট 2011

প্রশ্ন

assalamualaikum, namaz er somoy pant er nicher ongsho vaz kore taknur upor porle namaz hobe kina? (pant vaz kore dile namaz hobe kina?)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বি, নামায হবে, কোন সমস্যা নেই। তবে একটি কথা, অনেকে মনে করে শুধু নামাযের সময় প্যান্ট বা পাজামা টাকনুর উপরে পরতে হয় অন্য সময় না উঠালেও সমস্যা নেই। এটা ভুল চিন্তা। হাদীসে সর্বাবস্থায় টাকনুর উপরে প্যান্টা/পাজামা পরার জন্য বলা হয়েছে। রাসূলুল্লাহ সা. বলেছেন, مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ. পরিধেয় বস্ত্রের যে অংশ টাকুনর নিচে থাকবে শরীরের সেই অংশটুকু জাহান্নামে যাবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৭৮৭।