আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2004

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 জুলাই 2011

প্রশ্ন

দুআর পরে মুখে হাত বোলানো কি বিদআত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শায়েখ বিন বাজ রা. বলেছেন, দুয়ার পর চেহারাতে হাত বোলানো বা মাসেহ করা বিদআত নয়। তবে না করায় ভাল।ইবনে হাজার আসকালানী রহ.সহ অনেক আলেম এটাকে ভাল বলেছেন। বিস্তারিত জানতে দেখুন: http://www.binbaz.org.sa/noor/2365