আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2003

নামায

প্রকাশকাল: 25 জুলাই 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ১। যোহরের ফরজ নামাজের আগে ৪ রাকাত সুন্নাত নামাজ পড়ার নিয়ত করে নামাজ পড়তেছি। ২ রাকাতের শেষের দিকে ফরজ নামাজের জন্য জামাত দাঁড়িয়ে গেছে। আমি ২ রাকাতেই সালাম ফিরিয়ে জামাতে অংশগ্রহণ করলাম। আমার প্রশ্ন হলো আমার সুন্নাত কি আদায় হবে বা এমন করা যাবে কি?
২। যোহর নামাজ পড়তে মসজিদে যেয়ে দেখি জামাতের সময় আর বেশি বাকি নাই। আমি সুন্নাত ৪ রাকাত পড়তে গেলে ফরয নামাজ ১ বা ২ রাকাত আমি পাবো না তবে আমি ২ রাকাত পড়তে পারবো ঐ সময়ের ভিতরে। এই সময় আমার কি করা উচিত? ২ রাকাত কি সুন্নাত পড়া যাবে কি অথবা তাহিয়াতুল মসজিদ পড়ব?
৩। ইমাম সাহেবের পিছনে নামাজের সময় যদি আমাদের কোন ওয়াজিব অংশে ভুল হয় (যেমন ২ রাকাত পরে কেউ যদি না বসে উঠে যাই বা আত্তাহিয়াতু পড়তে ভুল হলে বা সিজদা বা রুকু তে তাসবিহ পড়তে ভুল হলে বা যেকোনো ওয়জিব ভুল হলে) কিন্তু ইমাম সাহেব ঠিকভাবে নামাজ পড়িয়েছেন সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের কি পুনরায় নামায পড়তে হবে?
৪। রাস্তায় হাঁটতে হাঁটতে কি আল্লাহ এর জিকির করা যাবে বা দরুদ শরীফ পড়া যাবে কি? রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইল এ হেডফোনের মাধ্যমে কুরআন শরীফ বাংলা অনুবাদসহ শুনা যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১ও ২। আপনি দুরাকাতেই সালাম ফিরিয়ে জামাতে অংশগ্রহন করবেন।হাদীসে আছে রাসূলুল্লাহ সা. যুহরের আগে দুরাকাতো অনেকসময় পড়েছেন। সহীহ বুখারী, হাদীস নং ৯৩৭।সুতরাং সময় কম থাকলে আপনি দুরাকাতই আদায় করবেন। ৩। আপনার নামায পূর্ণ হয়ে যাবে। নতুন করে নামায পড়তে হবে না।