আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1982

আখিরাত

প্রকাশকাল: 4 জুলাই 2011

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে, জান্নাতে যেতে হলে পুল সিরাত নামক একটি পুল বা ব্রিজ পার হয়ে সেখানে পৌছতে হবে। এ বিষয়ে কোরাণ বা হাদিস ভিত্তিক কোন দলিল আছে কি? দয়া করে জানাবেন। মা আসসালাম

উত্তর

ওয়া আলাইকুমুস সাালাম। কিয়ামতের দিন জাহান্নামের উপর একটি ব্রীজ থাকবে যা পার হয়ে মানুষকে জান্নাত যেতে হবে। এটা বহু সহীহ হাদীসে প্রমাণিত এবং মুসলিম উম্মাহ এই বিষয়ে একমত। যেসব হাদীসে এই বিষেয়ে বর্ণিত আছে তার কয়েকটির তথ্যসূত্র হলো, সহীহ বুখারী, হাদীস নং ৬৫৭৩, ৭৪৩৯; সহীহ মুসলিম, হাদীস নং ৩২৯; সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ৪২৮০।