আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1983

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 5 জুলাই 2011

প্রশ্ন

আস সালামু আলাইকুম। একবার আমি ওযু করে তারপর একটু শুয়েছি। শোয়ার পর চোখ বন্ধ হয়ে এসেছিল দুই কি তিন মিনিটের জন্য। সাথে সাথে উঠে আমি সেই ওযুতেই সালাত আদায় করি। এখন আমি বুঝতে পারছি না, সেটা কি নিদ্রা ছিল, নাকি তন্দ্রা। সন্দেহে ভুগছি। নিদ্রা হলে তো আমার ওযু ভঙ্গ হয়ে গিয়েছে। তাহলে সালাতও আদায় হবে না। এখন আমার কী করা উচিত? কাযা করবো, নাকি তন্দ্রা ধরে নিয়ে সন্দেহ দূর করে দিব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন সন্দেহ হলো কাযা করাই ভাল বলে মনে হয়।