বিবাহের পর স্ত্রীকে নিয়া বাবা মার থেকে আলাদা থাকা জায়েজ কি?
উত্তর
পিতা-মাতার খেদমত-সহযোগিতা করা সন্তানের দায়িত্ব। তাদের সুবিধা-অসুবিধা দেখা সন্তানের দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা করে স্ত্রী নিয়ে আলাদা থাকা হারাম। তবে সকল দায়িত্ব পালন করে স্ত্রী নিয়ে আলাদা থাকতে পারেন।