আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1918

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 1 মে 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হল মেঝেতে নাপাকী শুকিয়ে গেলে এবং তার ওপর (ওযু করে) ভেজা পাঁয়ে হেঁটে গিয়ে জায়নামাজে উঠলে জায়নামাজ কি নাপাক হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, নাপাক হয়ে যাবে। শুধু শুকিয়ে যাওয়া যথেষ্ট নয়, ভাল করে ধুয়ে দিতে হবে।