আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1898

সুন্নাত

প্রকাশকাল: 11 এপ্রিল 2011

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমি জানতাম যে সুলুল্লাহ সঃ বললেনঃ আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব এবং অপরটি হলো সুন্নত। এটা কি সহিই হাদিস বা আমার জানাটা কি ঠিক? আমি আরেকটি হাদিস পেলাম। সেটা বলছে এর প্রথমটি হলো আল্লাহর কিতাব এবং অপরটি হলো আমার আহলে বাইত। তাহলে কোনটা সঠিক? হাদিস টি সংক্ষিপ্ত ভাবে নিচে দেওয়া হলো। … (সংক্ষিপ্ত ভাবে) যায়দ (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সঃ একদা বললেনঃ আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব। এতে হিদায়াত এবং নূর রয়েছে। সুতরাং তোমরা আল্লাহর কিতাবকে অবলম্বন কর, একে শক্ত করে ধরে রাখো। এরপর কুরআনের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা দিলেন। আর হলো আমার আহলে বাইত। আর আমি আহলে বাইতর ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আহলে বাইতর ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। সহীহ মুসলিম (ইফাঃ), হাদিস নং-৬০০৭,৬০১০ সহীহ মুসলিম (ইফাঃ)

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথম হাদীসটিকে শায়খ আলবানী iরহি. হাসান বলেছেন। অর্থের দিকে থেকে দুটি হাদীসের মধ্যে কোন বৈপরীত্য নেই। কেননা সুন্নাত জানার একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে আহলে বাইত তথা নবী পরিবার।সেই কারণে হয়তো তিনি আহলে বাইতের উপর জোর দিয়েছেন।