আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1897

হালাল হারাম

প্রকাশকাল: 10 এপ্রিল 2011

প্রশ্ন

জী, আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হল-বর্তমানে যে networking business গুলো চালু আছে, যেখানে কেউ একজন তার নিচেলোক লাগান এবং নিচের লোকেরা আবার তাদের নিচে লোক লাগায়, এই ভাবে নিচের লোকেরা যে পারিশ্রমিক পায়, তার সামান্য % উপরের ব্যাক্তি কমিশন হিসেবে পান। এই কমিশন বা এ ধরনের কাজ কি জায়েজ আছে শরীয়তে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই ব্যবসায় মানুষকে ঠকানো এবং ধোকা দেয়ার আশঙ্কায় আলেমগণ এটিকে হারাম বলেছেন। এবং এই ধরণের ব্যবসায় যে মানুষ প্রতারিত হয় তা যে কোন বিবেকমান ব্যক্তি বর্তমান এই ধরণের কোম্পানীগুলোর দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন।