আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1874

ঈদ কুরবানী

প্রকাশকাল: 18 মার্চ 2011

প্রশ্ন

আসসালামু আলইকুম। প্রতি কোরবানী ঈদে আমরা ভাইরা কেউ 10000 কেউ 15000 বা কেউ 12000 টাকা বাবাকে দিলে বাবা অন্য আরো 2-3 জনের সাথে শরীকে কোরবানী দেয়। আমার ভাইদের আয় রোজগার ভালো, তাই আপতদৃষ্টিতে মনে হয় তাদের উপর ও কোরবানী ওয়াজিব হয়ে আছে।আর আমার উপর ও ঈদের মাাসে বেতন বোনাস মিলে কোরবানী ওয়াজিব হওয়ার উপক্রম। 1. আমার প্রশ্ন হল এইভাবে বাবাকে টাকা দিয়ে, শুধু বাবাই পরিবারের পক্ষ থেকে কোরবানী দিলে আমাদের কোরবানী কি আদাই হবে?
2. আর যেহেতু কোরবানী একটা ইবাদত তাই আমার খুব ইচ্ছা হয় বাবাকে কোরবানীর জন্য টাকা না দিয়ে আমি নিজেই কাউকে শরীক না করে একটা পশু আল্লাহর রাস্তায় কোরবানী দিতে। এই ব্যাপারে সুপরার্মশ আশা করছি?
3. বাবার এখন আয় রোজগার নেই, আমরা ভাইরা টাকা দিয়ে পরিবার চালাই, তাহলে বাবার কোরবানী না দিলে কি তার গুনাহ হবে? সে ক্ষেত্রে আমরা ভাইরা হয়ত আলাদা আলাদা কোরবানী দিলাম?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। আপনার প্রত্যেক ভাই আলাদা আলাদা কুরবানী করবে। সেই হিসাব করে প্রতি ভাই যদি কমপক্ষে গরুর এক ভাগের টাকা বাবার কাছে দেন আর তিনি কুরবানীর পশু কেনার এবং কুরবানী দেয়ার বিষয়গুলো দেখাশোনা করেন তাহলে সমস্যা নেই। ২। শরীয়দের দৃষ্টিতে কোন সমস্যা নেই। তবে সামাজিকতা রক্ষার জন্য আপনি আপনার বাবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে ভাল হয়। ৩। না, আপনার বাবা গুনাহগার হবে না।