আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1873

শিরক-বিদআত

প্রকাশকাল: 17 মার্চ 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম জি, আমি অনেক আলিম এর কাছে শুনেছি যে ফাজায়েলে আমল নামক কিতাবে শিরক ও বিদআতের কাহিনী আছে, তাই এই কিতাবের তালিম কি মসজিদে করা যাবে বা তাতে অংশগ্রহণ করা যাবে? এই কিতাবে আছে যে রসুলুল্লাহ যে কবরে শুয়ে আছেন, সেই মাটি আল্লাহর আরশের থেকে উত্তম এবং কাবা ঘর থেকেও উত্তম, দুনিয়ার সবকিছু থেকে উত্তম, এই কথাটির কোন ভিত্তি আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মানব রচিত সব কিতাবেই ভুল আছে। সুতরাং সর্বাবস্থায় সাবধান থাকতে হবে। ভুলগুলো বাদ দিয়ে সঠিক বিষয় তালিমের ব্যবস্থা করা উচিত।