আসসালামু আলাইকুম, ১.আমাদের মসজিদ পুনঃনির্মাণ করতে যেয়ে মসজিদের ভেতরে কয়েকটা কবর পরে গেছে, এখন প্রশ্ন হলো এই মসজিদে নামায হবে কি-না?
২.এলাকার প্রভাবশালীরা মিলে মাস্তান দিয়ে ইমাম সাহেবকে বিদায় করেছে, অপরাধ তিনি মিলাদে কিয়াম করতেন না, এখন নতুন খতিব রাখছেন যিনি তাদের কথা মত চলেন আবার কিরাআতেও সমস্যা, পাঁচ ওয়াক্ত যে পড়ায় তারো একই অবস্থা। এখন প্রশ্ন হলো, বেদাতি আর সূরা ভুল পাঠকারী ইমামের পিছে নামায হবে কি-না?
৩. এক্ষেত্রে আমি কি এলাকার মসজিদ পার করে শহরের মসজিদে জুমআর নামায আদায় করতে পারবো কি-না আর বাড়িতেই ওয়াক্তিয়া নামায পড়তে পারবো কি-না? উল্লেখ্য যে, আমার বাড়ি একেবারে মসজিদের সামনে।