আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1829

বাতিল ফিরকা

প্রকাশকাল: 1 ফেব্রু. 2011

প্রশ্ন

কাদিয়ানীরা সূরা আরাফের ৩৫ নং আয়াত দিয়ে প্রমাণ করার চেষ্টা করে নবুওয়তের ক্রমধারা এখন ও বন্ধ হয় নি। আয়াতটির সঠিক ব্যাখ্যা জানতে চাচ্ছি।

উত্তর

আয়াতটির ব্যাখ্যা স্পষ্ট। নবীরা আসলে তাদের কথামত চললে জান্নাত মিলবে, এটাই ব্যাখ্যা। এখানে তো নবী সামনে আসবে বা আসবে না সে সম্পর্কে কিছু বলা হয় নি। পক্ষান্তরে সূরা আহযাবের ৪০ নং আয়াতে মুহাম্মদ সা. কে শেষ নবী স্পষ্ট বলা হয়েছে। মুসলিম বিশ্বের ঐক্যমতে তারা অমুসলিম, সুতরাং তাদের ব্যাখ্যা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই।