আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1828

ঈমান

প্রকাশকাল: 31 জানু. 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম… মানুষের ইবাদাত কবুল না হওয়ার শর্ত কি? কেউ যদি হারাম রুজি বাদ দিলো,রিয়াও হয়না তার,গীবতও বন্ধ করলো,সত্য কথা বলা শুরু করলো, মা-বাবার সাথে ভালো ব্যবহার শুরু করলো,সুদ বাদ দিয়ে দিলো… এরপরেও কি কোনো কারণ আছে যার জন্য ইবাদাত কবুল হবেনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামের আদিষ্ট বিষয়গুলো পালন করতে হবে আর নিষিদ্ধ বিষয়গুলো বর্জন করতে হবে এটাই মূল কথা। এরপরও পাপ হয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভাল কাজ করলে সওয়াব হবে আর খারাপ কাজ করলে সওয়াব হবে। ইবাদত কবুল হওয়ার জন্য আপনি যে লিস্ট তৈরী করেছেন তা আমরা পাই নি। তবে এগুলো থেকে বেচে থাকা প্রত্যেকের জন্য অপরিহার্য।