আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1784

নামায

প্রকাশকাল: 18 ডিসে. 2010

প্রশ্ন

রুকু থেকে উঠে সামিআল…….. দাহ বলার পরে এক তাসবিহ পরিমান স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে ও পরে সাহু সিজদাহ না দিলে স্বলাত কি বাতিল হবে নাকি মাকরুহ হবে । ইমামের এই সমস্যাটি থাকলে তাঁর পেছনে কি স্বলাত হবে?

উত্তর

না, সালাতের কোন সমস্যা হবে না। বরং আমাদের সকলের সালাত এমন ধীরস্থীর হওয়া উচিত। এমন ইমামের পিছনেই সালাত আদায় করা দরকার।