আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1783

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 17 ডিসে. 2010

প্রশ্ন

আসসালামুআলাইকুম। টাইট প্যান্ট -জিন্সের বা অন্যান্য এগুলো পরে কী স্বলাত হবে? এগুলো পরে অনেক স্বলাত পরেছি (স্বাভাবিক কাপড়ের তুলনায় অনেক কম); এখন আর পড়িনা। না হলে, আগের স্বলাতগুলো কী কাযা করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই ধরণের পোশাক সর্বদা বর্জন করা আবশ্যক। তবে সালাতের মধ্যে যতটুকু পরিমাণ ঢাকা ফরজ ততটুকু পরিমমাণ শরীর ঢাকা অবস্থায় সালাত আদায় করলে সালাত কাজা করা লাগবে না। আর যদি ততটুকু পরিমাণ না ঢাকা অবস্থায় সালাত আদায় করেন তাহলে কাজা করতে হবে।