স্যার আপনার বইটি কিনেছি। কিছুপ্রশ্ন ছিল নামাজ কাজা হলে নাকি নামাজ হয় না কথাটা কি সত্যি? উচ্চারন স্পষ্ট করে পরা উচিত কিন্তু পরতে গিয়ে মুখে জড়তা চলে আসে অই সময় উচ্চারন উলটাপালটা হয় সেই ক্ষেত্রে কি করা যায়? ওযু ছাড়া কি কুন সুড়া পরা যায়?দুয়া পরা যায়?
উত্তর
ইচ্ছাকৃত নামায কাযা করা বিরাট গুনহের কাজ। তবে যেভাবেই কাজা হোক কাজা নামায পড়তে হবে। চেষ্টা করবেন শুদ্ধ উচ্চারণের জন্য।ইনশাআল্লাহ এক সময় ঠিক হয়ে যাবে। ওযু ছাড়া সুরা পড়া যায় তবে কুরআন স্পর্শ করা যায় না।