আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1755

বিবাহ-তালাক

প্রকাশকাল: 19 নভে. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ভাই, একটা মেয়েকে আমি পছন্দ করি। তবে ওই মেয়ের প্রায় এক বছর আগে একজাগায় বিয়ে হয়েছিল কিন্তু কোন কারণবসত এক সপ্তাহের মধ্যে সে চলে আসে এবং আর কোন যোগাযোগ তাদের সাথে করেনি। এই অবস্থাতে আমি কি সেই মেয়েকে বিয়ে করতে পারব? আর যদি না পারি তাহলে করনীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তালাক বা ডিভোর্স ছাড়া শুধু চলে আসলে তাকে বিয়ে করা যাবে না। তালাক প্রাপ্তা হওয়ার পর ইদ্দত পালন শেষ হলে কেবল আপনি তাকে বিবাহ করতে পারবেন। যদি তালাকপ্রাপ্তা না হয় তাহলে তালকের ব্যবস্থা করুন, তারপর ইদ্দত পালন শেষে বিয়ে করতে পারবেন।