আসসালামু আলাইকুম শাইখ। আমার ৩টা প্রশ্ন
১। অনেক সময় আমরা মসজিদে নামায পড়তে গেলে একটু দেরি হয়ে যায়, ইমাম সাহেব তেলায়াত শুরু করে দেন। আমরা আল্লাহু আঁকবর বলে হাত বেধে কি সানা পড়বো না ইমাম সাহেবের তেলায়াত শুনব। আবার এমনও হয় যে আমাদের সানা শেষ না হতেই ইমাম সাহেব তেলায়াত শুরু করে দেন সেক্ষেত্রে আমরা কি তেলায়াত শুনব না আগে সানা শেষ করব তারপর তেলায়াত শুনব। ২। যোহর আর আছর নামাযে ইমাম সাহেবের পিছনে প্রথম দুই রাকায়াতে আমরা কি শুধু সূরা ফাতিহা পড়বো না সূরা ফাতিহার পর অন্য সূরাও পড়তে হবে?
৩। ৪ রাকায়াত বিশিষ্ট নামাযে যদি ৩ রাকায়াত পরে গিয়ে জামাত ধরা হয় তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে বাকি নামায পড়ার বিধানটা জানতে চাচ্ছি। যেমন বাকি নামাযে কই বৈঠক হবে, কই নং রাকায়াতে বৈঠক হবে ইত্যাদি। আর মাগরিব নামাযের বিধানটাও বলে দিয়েন। যাযাকাল্লাহ খাইর