আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1747

আদব আখলাক

প্রকাশকাল: 11 নভে. 2010

প্রশ্ন

অনেক সময় অ্যাকজন মানুষ এর পা অপরজন মানুষ এর শরীরে অনিচ্ছায় লেগে ডায়। তখন আমরা যার গায়ে পা লেগেছে তার শরীরে হাত লাগিয়ে চুমু খাই……এ ব্যাপারে সহি বিধান জানাবেন।

উত্তর

এটা দু:খ প্রকাশের একটি সামাজিক মাধ্যম। এখানে দোষের কিছু নেই। আপনি মৌখি দু:খও প্রকাশ করতে পারেন।