আস সালামু আলাইকুম। আসরের সালাতের ওয়াক্ত সম্পর্কে ইমাম আবু হানিফা (রাহিমাহুল্লাহ তাআলা) এর মত হল বস্তুর ছায়া দ্বিগুণ পরিমাণ হলে আসরের শুরু হয়। অন্যদিকে বাকি তিন মুজতাহিদ ইমাম বলেছেন, বস্তুর ছায়া সমপরিমাণ হলে আসরের সময় শুরু হয়। এখন প্রশ্ন হল, কোন মতটা সহিহ হাদীস অনুসারে জোরালো? আমি কোন মতটাকে গ্রহণ করবো? হাদীসের আলোকে ব্যাখ্যা দিয়ে বাধিত করবেন।