আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1623

নামায

প্রকাশকাল: 10 জুলাই 2010

প্রশ্ন

আস সালামু আলাইকুম। আসরের সালাতের ওয়াক্ত সম্পর্কে ইমাম আবু হানিফা (রাহিমাহুল্লাহ তাআলা) এর মত হল বস্তুর ছায়া দ্বিগুণ পরিমাণ হলে আসরের শুরু হয়। অন্যদিকে বাকি তিন মুজতাহিদ ইমাম বলেছেন, বস্তুর ছায়া সমপরিমাণ হলে আসরের সময় শুরু হয়। এখন প্রশ্ন হল, কোন মতটা সহিহ হাদীস অনুসারে জোরালো? আমি কোন মতটাকে গ্রহণ করবো? হাদীসের আলোকে ব্যাখ্যা দিয়ে বাধিত করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি জামাতে সালাত আদায় করবেন । যখন যেখানে থাকবেন সেখানে মসজিদে যখন আসরের সালাতের জামাত হবে তখন জামাতের সাথে সালাত আদায় করবেন। সহীহ হাদীসের আলেকে প্রত্যেক বস্তুর ছায়া তার মূল ছায়া বাদে একগুণ হলে আসরের সালতের ওয়াক্ত হয়ে যায়। আর ওয়াক্ত বাকী থাকে সূর্য ডুবা পর্যন্ত। সুতরাং আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন।