আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1622

যাকাত

প্রকাশকাল: 9 জুলাই 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। (১) আমি ও আমার বাবা চাকুরি করি। আমি ও আমার বাবা গত রমজানমাসে সিদ্ধান্ত নেই যে আমরা আমদের বাড়ী পাকা করব। এজন্য আমরা আমাদের পারিবারিক খরচ বাদ দিয়ে টাকা সঞ্চয় করা শুরু করি। আমাদের দুইজনের বেতনের টাকা জমে বরতমানে ২,০০,০০০ (দুই লক্ষ ) টাকা হয়েছে। আমাদের বেতন ছাড়া অন্যকোন আয় ও নেই। বরতমানে এ টাকা আমার এক মামাকে ধার হিসাবে দেওয়া হয়েছে যা আমাদের বাড়ীর কাজ শুরু করলে ফেরত পাওয়া যাবে। এখন আমাদের এ টাকার যাকাত দিতে হবে কি না, জানালে উপকৃত হব। (২) আমি শুনেছি বিলাসসামগ্রী দ্রবের যাকাত দিতে হয়। এক্ষেত্রে আমার একটা কম্পিউটার আছে (তেমন কোন কাজে লাগে না শখেবসে কিনা) যার মূল্য ৪০,০০০ (চল্লিশ হজার) টাকা এবং (আমার প্রয়োজনীয় দুটি মোবাইলফোন ছাড়া) একটা মোবাইলফোন আছে যার মূল্য ১৫,০০০ (পনের হজার) টাকা। এগুলোর যাকাত দিতে হবে কি না, জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জাকাতের ক্ষেত্রে দুজনের টাকা একসাথে হিসাব করা যাবে না। কে কত টাকা রেখেছেন সেটা হিসাব করুন। যার টাকা যাকাতের নিসাব অতিক্রম করবে এবং এক বছর অতিক্রম করবে তাকে যাকাত দিতে হবে। যদিও সেই টাকা অন্য কারো কাছে ধার দেয়া থাকে। বাড়ি যতদিন না করবেন ততদিন প্রতিবছর উক্ত টাকার যাকাত দিতে হবে। ২। না, বিলাস-সামগ্রীর যাকাত দিতে হয় না। ফিতরার নিসাবে বিলাস-সামগ্রী ধর্তব্য হয়। সুতরাং জাকাত দেয়ার সময় উক্ত সামগ্রীগুলেঅর যাকাত দিতে হবে না।