আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1621

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 জুলাই 2010

প্রশ্ন

আসসালামুআলাইকুম আমার একটা প্রশ্ন: আযানের সময় উচ্চ স্বরে বা মাইকে জিকির, কোরআন তেলাওয়াত ও তাফসির মাহফিল করা জায়েজ আছে কি বা এর হুকুম কি? আর আযানের জাওয়াব দেওয়া কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আযানের সময় উচ্চস্বরে এগুলো না করা ভাল। তবে করলে গুনাহ হবে, এমন পাওয়া যায় না। আযানের জওয়াব দেওয়া সুন্নাত।