আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1610

হালাল হারাম

প্রকাশকাল: 27 জুন 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্নের জবাব দিলে উপকৃত হব, তা হল বাজারে কিছু কাচের বোতল পাওয়া যায় যেগুলো আসলে বিদেশি মদের খালি বোতল। এই ধরনের বোতল খালি অবস্থায় কিনে ভাল করে ধুয়ে পানি পানের জন্য ব্যবহার করা যাবে কি? যাযাকুমুল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাজারে এত পানির বোতল থাকতে মদের বোতল পরিস্কার করে কেন পানি পান করতে হবে সেটা বোধগম্য নয়। তবে পরিস্কার করে পবিত্র হলে পানি পান করা যাবে।