আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1609

যিকির দুআ আমল

প্রকাশকাল: 26 জুন 2010

প্রশ্ন

আমি দ্রুত কুরআন তেলাওয়াত করতে পারি না। এখন রমাদানে যদি অর্থসহ তেলাওয়াত করি,তাহলে হয়তো রমাদানে কুরআন খতম নাও হতে পারে। এমতাবস্থায় আমার জন্য কোনটি ভালো হবে-অর্থসহ তেলাওয়াত করা নাকি শুধু তেলাওয়াত করা।

উত্তর

অর্থসহ তেলাওয়াত করা উত্তম হবে। কুরআন খতম না হলেও সমস্যা নেই।