আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1593

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 10 জুন 2010

প্রশ্ন

পুরুষদের সুন্নাত পোশাক কেমন? পাঞ্জাবি যদি পরে তবে তাঁর নিচে কাটা কেমন হবে আর লম্বা কেমন হবে? হাদিসএর আলকে জানতে চাই। রেফারেঞ্চ সহ জানালে উপকৃত হব।

উত্তর

দেখুন রাসূলুল্লাহ সা. আমাদেরকে মূলত ইবাদত শিখাতে এসেছিলেন, পোশাক পরাতে নয়। তবে তিনি পোশাকের ব্যাপারে একটি মূলনীতি দিয়ে গেছেন, পুরুষ এমন পোশাক পরবে যাতে তার সতর ঢাকা থাকবে। মহিলারাও তাই। বিস্তারিত জানতে দেখুন, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত পোশাক বইটি।