আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1544

প্রকাশকাল: 22 এপ্রিল 2010

প্রশ্ন

উত্তর

একজন আল্লাহভীর মূ’মিন মুসলিমের এমন অফিসে চাকুরী বা কাজ নেয়া উচিত যেখানে জামাতে সালাত আদায়ে কোন বাধা থাকে না, ঊর্ধ্বতন কর্মতারা যেখানে সালাতের সময় কোন কাজে ডাকে না, সালাতের জামাতের সময় সম্পর্কে যারা সচেতন। তাহলে আর এই সমস্যাই পড়তে হবে না। আর যদি এসব না ভেবে প্রশ্নে যে ধরণের পরিচালকের কথা উল্লেখ করেছেন এমন অফিসে চাকুরী করেন, তাহলে বাধ্য হয়ে বসের নির্দেশ মেনে পরে একাকী সালাত আদায় করতে হবে। শরীয়াহ অনুযায়ী ওয়াক্তের মধ্যে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে, জামাতের সওয়াব থেকে বঞ্চিত হবে।