আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1543

প্রকাশকাল: 21 এপ্রিল 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ, মহিলাদের ইতিকাফ সম্মন্ধে জানতে চাচ্ছি। উল্লেখ্য- (আমাদের মা-বোনেরা বাড়িতে ইতিকাফ করতে চাচ্ছে, এতে করেকি ইতিকাফ সহিহভাবে পালন হবে কিনা। কারন, আমরা ইতিমধ্যে সুনতে পেরেছি যে, ইতিকাফ করতে হলে নাকি মসজিদেই যেতেহবে। কিন্তু আমাদের গ্রামাঞ্চলের দিকেতো মহিলাদের মসজিদে নামাজ আদায় করার বা যাওয়ার সুযোগ হয়ে উঠেনা বা ওই পরিবেশ নেই তাই মহিলাদের ইতিকাফের ক্ষেত্রেকি মসজিদেই বসতে হবে নাকি বাড়িতে ইতিকাফ করলেও হবে দয়া করে বিষয়টা সম্মন্ধে সুস্পষ্ট ধারনা দিলে উপকৃত হতাম)…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মহিলারা বাসায় ই’তিকাফ করার বিষয়ে আলেমদের মাঝে কিছুটা মতভেদ আছে। হানাফী মাজহাবে মহিলাদের বাসায় ই’তিকাফ করতে বলা হয়েছে। সুতরাং আপনার মা-বোনেরা বাসায় ই’তিকাফ করতে পারেন।