আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1510

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 মার্চ 2010

প্রশ্ন

আমার বাবা লোন নিয়ে/সিগেরেট বিক্রি করে বাড়ি করেছে, এখন আমি কি আমার বাবার সম্পত্তি ত্যগ করব? যদিও এখন সিগেরেট বিক্রি বাদ দিয়েছে তবুও বাড়িটা সিগেরেটের টাকায়, এখন আমি কি আমার বাবার সম্পত্তি ত্যগ করব?

উত্তর

যদি এই বাড়িটি ত্যাগ করতে পারেন তাহলে সেটা অবশ্যই সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। তবে আপনার আব্বা যদি তওবা করে এই হারাম কাজ থেকে বেরিয়ে আসে তাহলে আশা করি আল্লাহ তায়ালা অতীতের পাপ ক্ষমা করে দিবেন আর এই বাড়িতে থাকা আপনাদের জন্য বৈধ হবে। আর যে সম্পত্তির সাথে হারামের কোন সম্পর্ক নেই, সেগুলো ত্যাগ করার প্রশ্ন নেই।