মেয়েদের নামাজে কেরআত সম্পকে জানতে চায়? আমি আমার বাসায় একাই থাকি । তাই আমি নামাজ এ জরে জরে সুরা বলি এতে মনোযোগ থাকে নামাজে । উচ্চস্বরে বলেলে কি আমার নামাজ হবে
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 1511
নামায
প্রকাশকাল: 20 মার্চ 2010
মেয়েদের নামাজে কেরআত সম্পকে জানতে চায়? আমি আমার বাসায় একাই থাকি । তাই আমি নামাজ এ জরে জরে সুরা বলি এতে মনোযোগ থাকে নামাজে । উচ্চস্বরে বলেলে কি আমার নামাজ হবে