আমাদের সমাজে SPC নামে অনলাইন মার্কেটিং ব্যবসার প্রচলন চলছে। এমনি এটা সমাজের প্রায় সবায়’ই করছে। মার্কেটিংটা হচ্ছে আমাকে 700 টাকা দিয়ে একটি আইডি কিনতে হয় তাদের কোম্পানির নিয়মানুযায়ী কোম্পানিতে সংযুক্ত হতে। তারপর এই আইডিতে ৫ টি ভিডিও আসে। এই ভিডিও দেখার পর ২ টাকা করে পাওয়া যায় (ভিডিও ভালো)। তারপর আমার তিনটি শাখার তৈরি হয় যেগুলার প্রত্যেকটিতে সদস্য (আইডি বিক্রি করতে পারলে)আমার রেফারেন্সে জয়েন করাতে পারলে টাকা পাওয়া যায়। তারপর উনি আবার সদস্য জয়েন করাতে পারলে উনিও টাকা পাবে আমিও টাকা পাবো। এভাবে ২০ জেনারেশন পর্যন্ত টাকা পাওয়া যাবে প্রত্যেকটা শাখাতে। একসময় নির্দিষ্ট সংখ্যক আইডি জয়েন করাতে পারলে স্টার দেওয়া হয়। ১ স্টার,২ স্টার,৩ স্টার এরকম ৭স্টার পর্যন্ত রয়েছে। ১ স্টার করতে পারলে ১০ হাজার টাকা বেতন। এরকম ৭ স্টার হলে গাড়ি দেওয়া হয়। যা এমএলএম বা মাল্টিলেভেল মার্কেটিং এর মতোই~
এরকম ব্যবসা কি হালাল না হারাম?