আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1472

নামায

প্রকাশকাল: 9 ফেব্রু. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মুহাম্মাদ (সঃ) সুন্নত, নফল নামাজ সর্বদা বাড়িতে আদায় করতেন আমিও এই সুন্নত মেনে চলতে চাই কিন্তু মসজিদে ঢোকার পর বসার আগে ২ রাকাত নামাজ পড়তে হয় এ ক্ষেত্রে আমি কি করতে পারি, যেহেতু সুন্নত নফল নামাজ বাড়িতেই পড়তে পারলেই ভাল হয়। প্রশ্ন হচ্ছে মসজিদের এই ২ রাকাত নামাজ যেকোন এক সময় পড়লেই হবে নাকি পাঁচ ওয়াক্তই মসজিদে গেলেই পড়তে হবে? সঠিক এবং সুন্দর একটা উত্তর আশা করছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. বলেছেন, إذا دخَلَ أحدُكم المسجدَ فليركَعْ رَكْعَتَيْنِ قبْلَ أنْ يجلسَ. যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখান বসার পূর্বে ২ রাকআত নামায আদায় করবে। সহীহ বুখারী, হাদীস নং ৪৩৩। সুতরাং যখনই মসজিদে প্রবেশ করবেন বসার আগে ২ রাকআত নামায পড়বেন, এটা সুন্নাত। যত বার প্রবেশ করবেন ততবার পড়বেন। অন্যান্য সুন্নাত নামাযগুলো বাড়িতে পড়া উত্তম। মসজিদে প্রবেশের নামায বাড়িতে পড়ে আসা যাবে না।