আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1436

সুন্নাত

প্রকাশকাল: 4 জানু. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম । শায়েখ কেমন আছেন?আমি একটা বিষয় নিয়ে কিছুদিন ধরে ভাবছি। বিষয়টি হলো। আমরা রাসুল(সাঃ)এর কর্ম জীবন কে সুন্না হিসাবে যানি। আবার আমাদের আকাবিরের কর্ম গুলোও আকাবির দের সুন্না বলে যানি। এখন একটা বিষয় যে,আমরা হাদিস ও ইসলামী ইতিহাস থেকে জানতে পারি,রাসুল(স:)ও সাহাবায়ে কেরামদের অনেকেরই পোষাক ছিলো সেলাই/ তালি দেওয়া। এবং উনারা সাধারন জীবন যাপন কে পছন্দ করতেন। এখন আমার জানার বিষয়,আমাদের আলেম উলামা এই বিষয় নিয়ে কোন আলোচনা করেন না কেন। এটি কি সুন্নার মধ্য পরে না। এক গ্লাস পানি পান করতে হলে যেখানে রাসুল(স:) এর পদ্ধতি অনুসরণ করতে হয়। সেখানে পোষকের এই বিষয় নিয়ে সমাজে কোন অলোচনা নেই কেন। বিষয় টি ক্লিয়ার করলে খুব উপকৃত হতাম ইনশাল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা আল্লাহর রহমতে ভাল আছি। দুআ করি আল্লাহ যেন আমাদের সবাইকে ভাল রাখেন। দেখুন, সাধারন জীবন-জাপন করা সুন্নাত। সেলাই/ তালি দেওয়া জামা কাপড় পরা নয়। সেই সময়ের সাধারণ জীবন-জাপন আর এখনকার সাধারণ জীবন জাপন এক নয়। এখন কেউই সাধারণ জীবন-জাপন হিসেবে সেলাই/ তালি দেওয়া জামা কাপড় পরে না। এখন সাধারণ জীবন-জাপন হিসেবে মানুষ যে ধরণের কাপড় ব্যবহার করে সেটাকেই আমাদের গুরুত্ব দেয়া উচিত। আরো একটা বিষয় মনে রাখবেন ইসলাম পোশাকের ব্যপারে স্পষ্ট কোন পোশাকের নাম বলে দেয় নি। বরং একটি নীতিমালা দিয়েছে যে, পুরুষ এমন পোশাক পরবে আর মহিলা এমন পোশাক পরবে। বিস্তারিত জানতে দেখুন, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর লেখা পোশাক পর্দা ও দেহসজ্জা বইটি।