আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1435

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 জানু. 2010

প্রশ্ন

১। নন ইসলামিক রাষ্ট্রে কী যাকাত দিতে হবে? এ অবস্থায় যাকাতের দিতে হবে কাদের কে? কোন প্রতিষ্ঠানকে কি যাকাতের টাকা দেওয়া যায়?

উত্তর

হ্যাঁ, ননইসলামিক রাষ্ট্রেও যাকাত দিতে হবে। শতকারা আড়াই পার্সেন্ট হারে মুসলিম গরীবদেরকে যাকাত দিবেন। না, কোন প্রতিষ্ঠানকে যাকাতের টাকা দেয়া যায় না। এটাই দুয়েকজন বাদে সংখাগরিষ্ট আলেমদের অভিমত। যাকাতের খাত সম্পর্কীত আয়াতটির তাফসীর দেখলে বিষয়টি আরো স্পষ্ট হবে। বিস্তারত জানতে দেখুন, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. রচিত উশর বা ফসলের যাকাত বইটি।