আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
১) প্রায় সময় সাদা স্রাব নির্গত হয়। সালাতে শুরু করেছে হঠাত সাদা স্রাব চলে আসছে তখন সালাত ছেড়ে দিয়ে ওযু করে এসে আবার সালাতে দাড়ায় । কখনো কখনো ৪ রাকাত সালাতে ৩ বার ওযু করতে হয়েছে । সাদা স্রাব নির্গত হওয়ার পর যদি ওযু না করেই সালাত পড়ে তাহলে কি সালাত হবে?
২) বাসে লং জার্নি করার সময় হঠাত অসুস্থতার কারণে প্রসাব বের হয়ে কাপড়ে লেগে যায়। তখন জহর সালাতের টাইম ছিলো । ওযু করার মত পানি না থাকলেও তায়াম্মুম করার মাটি ছিলো । ঐ অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করলে কি সালাত হত?