আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1403

হালাল হারাম

প্রকাশকাল: 2 ডিসে. 2009

প্রশ্ন

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
১) সুদ লেনদেন হয় এমন ব্যাংকে চাকরি করা কি হারাম? জদিও এটা হয় দারোয়ান বা ঝাড়ুদার থেকে অফিসারের পদবী
২) সফটওয়্যার কম্পানিতে যদি প্রজেক্ট পাওয়ার জন্য ঘুষ দেয় তবে সেখানে চাকরি করা কি হারাম? অথবা জযি তারা কোন সুদি ব্যাংকে টাকা রেখে সেখান থেকে কর্মচারীদের বেতন দেয় তবে কি তা হারাম হবে?
৩) আমার প্রতিবেশি যিনি আমার ঘনিষ্ঠ আত্মীয়ও তারা সুদি ব্যাংকে চাকরি করে, তাদের বাসায় দাওয়াত দিলে কি খাওয়া যাবে? আর তাদের বাসায় যদি খাওয়া হারামই হয় তবে আমাদের কি করা উচিত? দাওয়াতে না গেলে আবার বিশাল দ্বন্দ সৃষ্টি হবে। মনোমালিন্য, ঝগড়া ঝাটি ইত্যাদি ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদভিত্তিক ব্যাংকে যে কোন প্রকারের চাকুরীকেই আলেমগণ হারাম বলেছেন। ২। হ্যাঁ, এমন কোম্পানীতে চাকুরী করা যাবে। ৩। প্রথমে আপনার কাজ হলো, যেভাবেই হোক তাদেরকে বলা যে, আপনাদের আয় হালাল নয়। আর আপনার সমস্যার সমাধান অনেক আলেম এভাবে দিয়েছেন যে, যা খাবেন তার মূল্য সদকা করে দিবেন।