আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1359

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 অক্টো. 2009

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ১৩৫৬ নং প্রশ্ন তে বলা হয়েছে যে গার্মেন্টস এ কাজ পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গ্রাহক কে ঘুষ দিতে হয়। যার হিসাব আমাকে রাখতে হয় যেহেতু আমি হিসাব রক্ষক হিসেবে কাজ করছি। এবং এই প্রতিষ্ঠান টি যদি bank এর lone ধারা গঠিত হয়, তা হলে এখানে কাজ করে যে বেতন পাচ্ছি তা কি হালাল হবে? কারন আমার জানা অনুযায়ী সুদ বা ঘুষ এর এর সাথে জড়িত সকল বেক্তি সমান অপরাধি। অর্থাৎ সুদ ( গ্রহিতা, দাতা, এবং যে সাক্ষী থাকে)। আমার সন্দেহ হচ্ছে আমি আমার চাকুরী তে সাক্ষী রুপে আছি কিনা? তাই দয়া করে হাদিস এর উদাহরণ সহ জানালে উপকৃত হব। (১) হারাম জানার পরেও বাবা মা যদি বলে চাকুরী টা কর। তখন কি করার? জাযাকাল্লাহু খইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার কাজ অবশ্যই হারাম কাজে সহযোগিতা তাই আপনার উচিত অন্য একটি সচ্ছ কর্মসংস্থানের ব্যবস্থা করা । যতদিন না হয় ততদিন এই প্রতিষ্ঠানে থাকতে পারেন। লোন নিয়ে কোম্পানি করলে সেখানে কাজ করা হারাম নয়। নিশ্চিত হারামা জানার পরে পিতা-মাতার অনুরোধেও সেই কাজ করা যাবে না।