আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1360

যিকির দুআ আমল

প্রকাশকাল: 20 অক্টো. 2009

প্রশ্ন

আস্সালামু আলাইকুম, ভাই আমার প্রশ্ন হলো আমাদের মসজিদের ইমাম সাহেব উচ্চ স্বরে যিকির করেন এবং মুসল্লিরাও তার সাথে সাথে সম্মিলিতভাবে যিকির করেন। যেমন:1. লা ইলাহা ইল্লালাহ্ 2. ইল্লালাহ্ই ল্লালাহ্ 3. আল্লাহু আল্লাহ্ 4.লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এভাবে সম্মিলিতভাবে উচ্চ স্বরে যিকির করা ইসলামে যায়েজ কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম্। জায়েজ, তবে সুন্নাত হলো একা একা নিম্নস্বরে জিকির করা।