আচ্ছালামু আলাইকুম, দূর যাত্রায় যেমন এক দিনের কোন যাত্রায় এদেশে কোন মাহরাম মহিলা সাথে নিয়ে গেলে মহিলার সালাত কিভাবে আদায় করা যাবে? পুরুষের জন্য মসজিদ আছে,কাজেই সফরে তারা সেখানেই নেমে সালাত আদায় করতে পারে,কিন্তু মহিলাদের জন্য কোন ব্যবস্থা না থাকায় এই প্রেক্ষিতে মহিলাদের কি করা উচিত?সাপোস চট্টগ্রাম থেকে খুলনার যেতে প্রায় একদিন চলে যায়। কাজেই কোন না কোন ওয়াক্ত মহিলার সালাত রাস্তায় পড়তেই হবে! এবেপারে যদি একটু বিস্তারিত বলতেন খুব ভাল হতো।