আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1322

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 সেপ্টে. 2009

প্রশ্ন

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সারাদিন আমাকে ভাল মন্দ যে যা বলে সব আমি আমার স্বামীকে বলে দেই। এবং কথাগুলো আমার আর আমার স্বামীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। অন্যের কথাগুলো আমি আমার স্বামীকে বলি এটা কি আমার জন্য কোন পাপ হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেখুন কথা অনেক ধরনের হয়। কিছু কথা হয় গীবত। কিছু হয় অন্যের প্রসংশা আবার কিছু কথা হয় এসবের কিছু না। অহেতুক কথা। গীবত হলে না জায়েজ,হারাম। প্রসংশা হলে সমস্যা নেই। আপনি বাকীগুলো এভাবে বিশ্লেষন করুন।