আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1296

ঈমান

প্রকাশকাল: 17 আগস্ট 2009

প্রশ্ন

যে সব রাজনৈতিক দল ব্যভিচারিনী বা পতিতালয়ের লাইসেন্স দেয়, সুদী ব্যাংকের লাইসেন্স দেয়, মদের লাইসেন্স দেয়, কোরআনে বর্নিত আল্লাহর আইন বাদ দিয়ে নিয়েই আইন তৈরি করে যা আল্লাহর আইন বিরুধী, তাদেরকে সমর্থন করলে কিংবা সেই সব দলের কর্মী হলে ঈমান থাকবে?

উত্তর

কুরআন-হাদীসের অকাট্য দলীল দ্বরা সাব্যস্ত বিধানকে কেও অস্বীকরা করলে তার ঈমান থাকবে না। তবে যদি অস্বীকার না করে কিন্তু মানে না তাহলে সে গুনাগগার হবে কিন্তু বেঈমান হবে না। সুতরাং কেউ যদি মনে করে মদ হালাল, আল্লাহর আইন অচল তাহলে তার ঈমান থাকবে না। আপনি সবকর্মকে এভাবে বিশ্লেষন করুন।