আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1295

যিকির দুআ আমল

প্রকাশকাল: 16 আগস্ট 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১। সহিহ দুয়া কুনুত কোনটা সেটা দয়া করে বলবেন,আমি আল্লাহ হুম্মা ইন্না নাস্তা ইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু মিনুবিকা … এই দুআ পড়ি কিন্তু দ্বীনি তালিম-শুধু বোনদের জন্য (প্রশ্ন ও উত্তর) এই পেজ এর অ্যাডমিন আপু নিচের দুআ টা দিয়েছেন। আসলে কোনটা সহি?
২। নাপাক কাপর ডিটারজেন্ট দিয়ে ধুলে কি একবার ধুলেই হয়?নাকি তিন বার করে ধুতে হবে? কেউ কেউ বলেন ধুয়ে এমন ভাবে চিপ্তে হবে যেন কাপড় থেকে আর পানি বার না হয়!! আসলে কাপড় পাক করার সঠিক পদ্ধতি কি?
দ্বীনি তালিম-শুধু বোনদের জন্য ( প্রশ্ন ও উত্তর) এই পেজ এর অ্যাডমিন আপু নিচের কথা গুলা লিখেছেন যতক্ষন ক্লিন না হয় ধুতে পারবেন। ৩ বার ধুতে হবে এর বেশি বা কম করা যাবে না এমন কোন নিয়ম শরিয়তে নেই,পেশাব এর ক্ষেত্রে ২ বার ধুয়ে নেন… একবার পেশাব দূর করার জন্য আরেকবার পরিস্কার পানিতে। ৩। দ্বীনি তালিম-শুধু বোনদের জন্য ( প্রশ্ন ও উত্তর) এই পেজ আমার কাছে ভালোই মনে হয়। আবার ইসলামিক একাডেমী তে পড়াশুনা নেই জন্যে কিছু কিছু ব্যাপারে confused থাকি,পেজ টার ব্যাপারে কিছু বলবেন দয়া করে। জাজাকাল্লাহু খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উভয় দুআ কুনুতই সহীহ হাদীস দ্বারা প্রমানিত। আপনি আগে থেকে যেটা পড়ছেন সেটা আছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ৩/১১০-১২১; মুসান্নাফে ইবনে আবি শায়বা, ২/৩০১, ৩১৪-১৩৫ এবং অন্যান্য গ্রন্থে। ২। যতক্ষন না আপনি নিশ্চিত হবেন যে, অবিত্রতামুক্ত হয়েছেন ততক্ষন ধুতে হবে। তিনবারে পবিত্র না হলে আরো বেশী বার ধুতে হবে। তবে সাধারণত তিনবারে পবিত্র হয়ে যায় তাই অনেকেই তিনবারের কথা বলেন। ৩। এই পেজ সম্পর্কে আমাদের জানা নেই।