আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1294

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 15 আগস্ট 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, পুরুষ ও মহিলারা কি তাদের গোপনাঙ্গের লোম, বগলের লোম পরিষ্কার করার ক্ষেত্রে Laser Treatment পদ্ধতি গ্রহণ করতে পারবে? যাতে করে একটা দীর্ঘ সময় পর্যন্ত এই কাজের ঝামেলা থেকে রেহাই পেতে পারি। এই পদ্ধতিটি গ্রহণ করলে রাসূল (সাঃ) এর সুন্নাতকে খাটো করা হবে কি?এবং পায়ু পথের আশেপাশের লোম পরিষ্কার করা বা পরিষ্কার করার ক্ষেত্রে Laser Treatment পদ্ধতি গ্রহণ করা যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আমি এই বিষয়ে যথেষ্ট চেষ্টা করেও ইমাম পর্যায়ের কোন আলেমের বক্তব্য জানতে পারি নি। তবে আমার মনে হয় জায়েজ হবে। পরে জানতে পারলে আপনি জানিয়ে দেব।