amar question ta holo: আমি এবং আমার স্ত্রী, আমার শ্বশুর এর বাসায় খাওয়া দাওয়া করি। আমার শ্বশুর এর উপার্জিত অর্থের উপর কিছুটা সন্দেহ আছে আমার হালাল হারাম এর বিষয়এ। তার বাসার এই খাদ্য খাওয়ার ফলে আমদের (আমি এবং আমার স্ত্রী) কি কোন ক্ষতি হচ্ছে? উপার্জিত অর্থের দারা খাদ্য হালাল-হারাম হয়ে যাওয়া এই বিষয়ে বিস্তারিত বললে ভাল হতো।