আসসালামু আলাইকুম। আমাদের মাসজিদের ইমাম সাহেব বললেন, রুকু ও সিজদার তাজবিহ মনে মনে পরতে হয়, কারো তাজবিহ যদি পাশের জনের কান পর্যন্ত যায় ত তার সালাত নষ্ট হয়ে যাবে। বেপারটা কি এতটাই কঠিন? আমিতো প্রায়ই পাশের মুসল্লির তাজবিহ কিছু কিছু শুনতে পাই! যাযাকুমুল্লাহ।