আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1239

রোজা

প্রকাশকাল: 21 জুন 2009

প্রশ্ন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোজা রাখা যাবে কি?

উত্তর

ঈদে মিলাদুন্নাবী বলতে শরীয়তে কিছু নেই। এটা পালন করা জঘন্য বিদআত। রাসূলুল্লাহ সা. এর জন্ম কোন তারিখে হয়েছিল তাও সঠিকভাবে জানা যায় না এবং জন্মদিন পালন করাকেও ইসলাম অনুমোদন করে না। সাহবীরা রাসূলুল্লাহ সা. এর এবং নিজেদের জন্মদিন পালন করেন নি। সুতরাং এ দিন উপলক্ষে রোজা রাখরে সওয়াব হবে না বিদআতের গুনাহ হতে পারে।